১৮ই নভেম্বর বৃহেশ্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইন,বিধি ও প্র’বিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সালমা মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য শাহনওয়াজ দিলরুবা খান(যুগ্ম সচিব),উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুস সাত্তার জমির,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেচ্ছা প্রমুখ। উক্ত সেমিনারে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।