অদ্য শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে কচু তোলাকে কেন্দ্র করে ভাতিজার কোদালের আঘাতে চাচা জখম।
এলাকাবাসী জানায় আজ সকালে মইদুর আলীর ছেলে তুহিন মিয়া চাচা মোঃ সজিব, পিতা আশাদুলের সাথে মাঠে কচু তুলতে যায়। কচু তোলার একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তারপর দুজন হাতাহাতি শুরু করে দেয়, এক পর্যায়ে ভাতিজা চাচাকে কোদাল দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে । চাচা সজীব গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। এলাকাবাসী আরও জানান তাদের নাকি পূর্বশত্রুতার জের ছিল। এলাকাবাসী তুহিন মিয়াকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ তুহিন মিয়াকে গ্রেপ্তার করে কোটচাঁদপুর থানা হেফাজতে রেখেছেন। নিউজ লেখা অব্দি থানায় মামলার প্রস্তুতি চলছিল।