ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধুকে কুপিয়ে আত্মহত্যা করেছে শ্বশুর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল গনি নিজের জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন। এ নিয়ে পুত্রবধু নয়নতারার সাথে সোমবার সন্ধ্যায় শ্বশুর আব্দুল গণির তর্কবির্তক হয়। এক পর্যায়ে শ্বশুর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধুকে নয়নতারাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা নয়নতারাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার নয়নতারাকে যশোর থেকে ঢাকায় পাঠানো হয়। এদিকে পুত্রবধুর মুমুর্ষ হওয়ার খবরে শ্বশুর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।