মিজানুর রহমান মাগুরা প্রতিনিধি।
“স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী মাগুরা এডিআই অফিস ভবনে, মো: আলিয়ার রহমানের সভাপতিত্বে সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত শুরু হয়। ৫০ জন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকের উপস্থিতিতে প্রধান অতিথি, সুস্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার সুনিশ্চিত করনে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতাই বিজয়ী ৩ জন কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ, কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ী কে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, মাগুরা মো: আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, মাগুরা মো: রিয়াজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার ও সম্মানিত কৃষি ইউনিটের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , সহকারী ব্যবস্থাপক অল্টারনেটিভ ইনস্টিটিউট ( এডিআই) মাগুরা মো: আলিয়ার রহমান। অনুষ্ঠানটি র্যালির মাধ্যমে শেষ হয়।