মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি :
মাগুরায় মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ডিসেম্বর মাগুরা পুলিশ লাইন প্লেগ্রাউন্ডে, মো: কলিমুল্লাহ,এর সভাপতিত্বে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ মসিউদ্দৌলা রেজা পিপিএম বার। উক্ত কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দুটি শক্তিশালী দল, মোহাম্মদপুর উপজেলা এবং মাগুরা সদর থানা।
খেলার একপর্যায়ে মোহাম্মদপুর উপজেলা এগিয়ে থাকলেও খেলার সমাপ্তি ঘটে মাগুরা সদর থানার জয়ের মধ্য দিয়ে। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা রেজা বলেন খেলাধুলা এমনই একটা বিষয় যেটা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে সুতরাং খেলাধুলার মধ্য দিয়েই শরীর ও মনকে সুস্থ রাখতে হবে। পরিশেষে তিনি বলেন মাদকের বিরুদ্ধে আমাদের যে জিরো টলারেন্স অব্যাহত রয়েছে এটি সর্বদা অব্যাহত থাকবে আমরা প্রত্যেকেই মাদকের বিরুদ্ধে সচেতন হয় এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।