মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের গর্ব মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসানকে মাগুরা ১ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়ায় মাগুরা জেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ হতে অভিনন্দন ও সমর্থন জ্ঞাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ১৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে জহুর-ই- আলম এর সভাপতিত্বে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুর রহমান। তিনি বলেন সাকিব আল হাসান আমাদের সন্তান, আমাদের গর্ব, সারা বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের গর্ব। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্তটি নিয়েছেন এটা অত্যান্ত সঠিক সিদ্ধান্ত সাকিব আল হাসানকে মাগুরা ১ আসন এর সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়ায় আমরা খুবই আনন্দিত আমরা চাই তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী কে উপহার দিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, মুন্সি আব্দুর রউফ, বিমল বিশ্বাস, মোঃ ওয়ালিদুজ্জামান, জাকির হোসেন মোল্লা, মোঃ খবির হোসেন খান, মোঃ মনোয়ার রেজা বাঁশি।