স্কুল ছাত্রীকে অনৈতিক প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে মাগুরা জেলার শ্রীপুর সরকারি এমসি পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক রোকনুজ্জামান সুইটের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। রোববার দুপুরে শ্রীপুর উপজেলা সদরে এমসি পাইলট স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী অভিযুক্ত শিক্ষক সুইটের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা অভিযোগ করেন, স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রীকে শিক্ষক সুইট অনৈতিক প্রস্তাব এবং শ্লীলতাহানির চেষ্টা করেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্বারক লিপি প্রদান করেছে ছাত্র-ছাত্রীরা। তবে অভিযুক্ত শিক্ষক রোকনুজ্জামান সুইট মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্র বলে দাবি করেছেন।