মাগুরায় শুক্রবার (১৮ জুন ) নতুন করে আরও ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩৭৬ জন।শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছে ১২২৭ জন। মারা গেছে ২৫ জন।। এদিকে লকডাউনে বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন না। দোকানপাট, কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানছে না কেউই। কাঁচাবাজারে মানুষের ভিড় চোখে পড়ার মতো।মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দু-একজন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পরবেন।