“গাছ লাগান,পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে,সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে,মানবতার বিকাশ সোসাইটি প্রধান কার্যালয় এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি।আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের।
বৃক্ষ আমাদের পরম বন্ধু।বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না।বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়।মাটির ক্ষয়রোধ করে,ঝড়-তুফানকে বাধা দিয়ে জীব ও সম্পদ রক্ষা করে।বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হত।বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।তাই বৃক্ষকে বলা হয় ‘প্রাণের অগ্রদূত’।
মহানবী (সা.)পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার কথা উল্লেখ করে বিভিন্ন হাদিসে উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন।
শনিবার (২১ আগস্ট ২১ ইং) আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।এই কর্মসূচি বেশ কদিন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
ঝিনাইদহ সদর উপজেলার ১১নং পদ্মাকর ইউনিয়ন ১১নং ওয়ার্ল্ড এর হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং ৬নং গান্না ইউনিয়ন ২নং ওয়ার্ল্ডের অসুস্থলী গ্রাম ও কালুহাটী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মানবতার বিকাশ সোসাইটি প্রধান কার্যালয় ঝিনাইদহ এর সম্মানিত সভাপতি মোঃ রিমন মিয়া,সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান স্বাধীন, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রিফাত,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সদস্য মোঃ মফিজুর রহমান, সদস্য মোঃ রামীম হোসেন রিয়াজ, মোঃ জিওন মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন
মানবতার বিকাশ সোসাইটির অনেক সদস্য।এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।