ঝিনাইদহে রাষ্ট্রপতি পদক প্রাপ্ত মিরাজ জামান রাজের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে চাপ ও তাকে প্রাণনাশের হুমকির ঘটনায় ঝিনাইদহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোস্তাকিম মনির সহ মোট ০৬ জন কে আসামী করে মামলা দায়ের। আদালত তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
মিরাজ জামান রাজ নিজে বাদী হয়ে ঝিনাইদহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার অভিযোগ দায়ের করেন (ঝিপি-৪৭/২০২১), আদালতের বিচারক মোকলেদা খাতুন মীম মামলাটি আমলে নিয়ে আসামীদের আগামী ৩০/০৩/২০২১ তারিখের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। উক্ত মামলায় আসামীরা হলো ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাকিম মনির, হামদহ ০৩ নং পানির ট্যাংকি পাড়ার মোঃ তুহিন বিশ্বাস এর পুত্র একাধিক মাদক মামলার আসামী মোঃ রকি, হামদহ খন্দকার পাড়ার বাসিন্দা খন্দকার সিরাজুল ইসলামের পুত্র খন্দকার হাসিন সাহাদ জোহান, ০৩ নং পানির ট্যাংকি পাড়ার মোঃ একরাম উল্লাহ ডাক্তারের পুত্র মোঃ শাকিল রায়হান, রশিদুল ইসলামের ছেলে মোঃ পারভেজ ও বকুলতলা বনানীপাড়ার মৃত রজব আলীর পুত্র বিএম শফি উদ্দিন।
মামলা সম্পর্কে মিরাজ জামান রাজ অভিযোগে জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জের ধরে ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাকিম মনির তার পোষা সন্ত্রাসী বাহিনীর লোকজন দিয়ে তার উপর একাধিকবার হামলা চালিয়েছেন। তিনি বাদী হয়ে মামলাও করেছেন যা আদালতে বিচারাধীন রয়েছে। তারা ইতিপূর্বে তাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ, তার সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে। সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে। তিনি আরো বলেন আমি উপায়ন্ত না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত নিশ্চয় আইনি পদক্ষেপের মাধ্যমে মোস্তাকিম মনির ও তার সন্ত্রাসী বাহিনী রকি গং এর এধরনের কর্মকান্ড বন্ধের ব্যবস্থা করবেন।