মোবারকগঞ্জ সুগার মিলস্ লিঃ বৃহস্পতিবার কারখানার কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথী হিসাবে উপস্তিত ছিলেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সুযোগ্য সভাপতি গোলাম রসুল,কারখানা ব্যবস্থাপক(জিএম)আলমগীর হোসেন। এ সময় আরো উপস্তিত ছিলেন যান্ত্রিক বিভাগের ডিসিএমই(যন্ত্রকৌশল) বিধান চন্দ্র রায় ,তড়িৎ বিভাগের প্রোকৌশলী তানজীবুল জোয়াদ্দার, যন্ত্র প্রকোশলী সাধন কুমার মন্ডল, নূর- আলম,মোবাইদুল ইসলাম শামীম হাসান ,শ্রমিক কর্মচারী ইউনিয়নের নৃত্যৃবৃন্দগণ ও ফোরম্যান আয়নাল হোসেন,সোহরাব হোসেন,রফিকুল ইসলাম,সোহেল আহম্মেদ। এসময় সভাপতি সাহেব শ্রমিক কর্মচারীদের আহবান জানান করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ব্যবহার করি ও প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে চলাচল না করি। ২শত পিচ মাস্ক সভাপতি গোলাম রসুল নিকট প্রদান করে মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সদস্য(মেম্বর) সংবাদকর্মী মেহেদী হাসান ফিরোজ।