মেহেদী হাসান মামুন,যশোর প্রতিনিধি :
যশোরে কিছুদিন ধরেই একের পর এক কিশোর অপহরণের শিকার হচ্ছে। এরকমই ঘটনা আবার ঘটেছে। এবার নিখোঁজ চার কিশোর। দুজনকে উদ্ধার করা গেলেও দুজন এখনও নিখোঁজ। গত ২৩ জানুয়ারি আনুমানিক সকাল ১১ টায় ২৩ সদর উপজেলার ৮নং দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয় এর সামনে হতে ডুমদিয়া গ্রামের আশরাফুল এর ছেলে ফাহিম, এড়েন্দিয়া গ্রামের মোফাজ্জেলের ছেলে নাহিদ, মধুর ছেলে নয়ন ও মিনারুল নামে চার কিশোর অপহরণের শিকার হয়।
অনেক খোঁজাখুঁজির পর ২৫ জানুয়ারী নয়ন ও মিনারুল কে তাদের পরিবারের লোক এয়ারপোর্ট এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের কাছ থেকে জানা যায়, এড়েন্দা পশ্চিম পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো: রনি সহ আরো অজ্ঞাত আরো তিন চারজন নানা রকম প্রলোভন দেখিয়ে নিয়ে যাই, তাদের যশোরে বিভিন্ন স্থানে নিয়ে ঘুরতে থাকে এবং রনি মোবাইলে কথা বলতে থাকে। নয়ন ও মিনারুলকে তার পরিবারের লোকজন উদ্ধার করার সময় ফাহিম ও নাহিদ কে নিয়ে রনিরা দ্রুত পালিয়ে যায়।
উক্ত ঘটনায়, অনেক খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে নিরুপায় হয়ে ফাহিমের মা মোছা: সেলিনা বেগম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় রনি ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।