মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি :
যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ২৪ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন, নিহতদের নাম পারভেজ ও নাজমুল। তারা ঐ ট্রাকের ড্রাইভার ও হেলপার।
মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাকে তারা যশোর আসছিলেন। রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারি গ্রামে। নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।