ঝিনাইদহের শৈলকুপায় মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানের স্যাম্পল এবং ঔষধের পাতার মেয়াদ কেটে রাখার অপরাধে দুই ফার্মিসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শেখপাড়া বাজারের হাসানুজ্জামান ফারুকের নবারুণ ফার্মেসি এবং গৌতম কুমার বিশ্বাসের দয়াল ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় অভিযান পরিচালনায় ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকান ও জরুরি পরিষেবা ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে জনসাধারণকে অনুরোধ করা হয়।