করোনা ভাইরাস মহামারিতে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী জি আর প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মাঝে উপহার স্বরুপ নগদ অর্থ প্রদান কার্যক্রম চালু রেখেছেন। এ কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুর উপজেলাতেও কার্যক্রম চলমান রয়েছে । কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অত্র ইউনিয়নের ৫’শত দুঃস্থ ,অসহায়,হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ৫’শত টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়েছে । একইভাবে উপজেলার অন্য ৭টি ইউনিয়নেও এ অর্থ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে নিজ হাতে প্রধানমন্ত্রীর এ অনুদানের অর্থ দুঃস্থ ,অসহায়,হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সব্দার হোসেন ও রজব আলী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দাম, ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপি ও যুবলীগ নেতা জামাল হোসেন ।