ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের মেজ চাচা আক্কাচ আলী বিশ্বাসের ২৭তম মৃত্যু বার্ষিকী সোমবার (৩০ আগষ্ট)। ১৯৯৪ সালের এই দিনে তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন। তিনি ওই গ্রামের মরহুম ফজের আলী বিশ্বাসের মেজ ছেলে। মরহুমের ছেলে টোকনুজ্জামান ও ইহছানুল হক বিশ্বাস জানান, দিবসটি পালনে পারিবারিক ভাবে তারা বংকিরা গ্রামে মরহুমের মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন।