Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

তামান্না_মা। ”শাহীন রহমান”

“কি দরদ এর কুটুম মা গো
তুই তো আমার ছোট্ট সোনা,
এই হৃদয় জোড়া খুশির ভুবন
আকাশ ছোঁয়া চাঁদের কণা !!

তোর বেদনায় মলিন আমি,
তুই দুঃখ পেলে হই কাতর,
তোর নয়ন ভরা দেখলে পানি
আমি গভীর শোকে হই পাথর !!

সইতে পারি না যে মা তোর,
ওই ছোট্ট বুক ব্যথার কাঁদন !
আমার সুখের জগৎ মা তুই
তুই তো আমার মায়ার বাঁধন !!

অনেক সুখে থাকবি মা তুই,
করবো দোয়া পরাণ ভরে!
আমার আশিষ তোর মাথাতে,
অঝোর ধারায় পড়বে ঝরে !!

আমি মায়ের কথা যায় ভুলে মা,
যখন তোর ওই মুখ পানে চাই !
আমার মায়ের মুখের আদল
আমি তোর বদনে স্বপ্নে হারায় !!

যাদু,আমার মায়ের মুখের হাসি
আজ তোর মুখে মা নিতুই ঝরে !
ও সোনা,চতুর্দশীর চাঁদ হয়ে তুই
এসে বসলি জুড়ে আমার ঘরে !!

আমি কত ভালোবসি মা তোর
আহা,বুঝিস না তুই ছোট্ট সোনা
আমার পরাণ ভরা কুটুম মা তুই
এই হৃদয় জোড়া তামান্না মা !!

Print Friendly, PDF & Email

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার
কথা সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনের ৩৩তম মৃত্যুবার্ষিকি
সবুজ সিলেট || কবিতা

আরও খবর

Design & Developed By VIRTUAL SOFTBOOK Premium Web & Software Solutions