ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেছেন নেতাদের সংগঠনের প্রতি দরদ না থাকলে কর্মীদের প্রতি ভালবাসা না থাকলে কোন সংগঠনই মাজা সোজা করে দাঁড়াতে পারে না। নির্বাচন এলে কর্মী খোঁজা হয় নির্বাচন হয়ে গেলে কর্মী দেখলে বিরক্ত হয় এমন জনপ্রতিনীধি আওয়ামী লীগ চায় না। দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগের সংগঠন কে শক্তিশালী করতে হবে। তিনি আজ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন।
মহেশপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহমুদ রন্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা হুমায়ন কবির, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মহেশপুর পৌরসভার কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম,ঝিনাইদহ জেলা তাতী লীগের সহ- সভাপতি আশাদুল ইসলাম, মহেশপুর উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, মহেশপুর পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সম্রাট, মহিলা আওয়ামী লীগের নেত্রী সাহানারা খাতুন সানু,নাসরিন আক্তার, শফিকুল ইসলাম প্রমুখ।