সৎ ভাই বোনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎতের অভিযোগ করেছেন টংগী নিবাসী সোনিয়া বেগম (সানিয়া)
অভিযোগে প্রকাশ কিশোরগঞ্জ শহরের বত্রিশ মহল্লার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন (ছালাম উদ্দিন) জীবন দশায় বিয়ে করলে প্রথম স্ত্রীর ঘরে দীর্ঘদিন কোন সন্তান জন্ম না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন হেনা বেগম কে।
তার পর তাদের সংসারে জন্ম নেয় এক মেয়ে যার নাম সালাউদ্দিন সাহেব রাখেন সানিয়া,
এবং তার মা সোনিয়া বলে সম্বোন্ধন করতেন।
এর কিছু দিন সালাউদ্দিন সাবের প্রথম স্ত্রীর ঘরেও এক মেয়ে জন্ম নেয়,তার পর থেকেই তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়।
তাদের সম্পর্কের আরও অবনতি হলে
এর এক পর্যায়ে হেনা বেগম তার মেয়ে কে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়।
তার তাদের মধ্যে দীর্ঘদিন আর যোগাযোগ না থাকলেও সালাউদ্দিন সাহেব তার মেয়ের সাথে যোগাযোগ করতেন,
এর কিছু দিন পর হেনা বেগম তার বাবা ও ভাই এর সাথে অভিমান করে ছোট্ট মেয়ে কে নিয়ে ঢাকা চলে আসেন।
বহু কষ্টে মেয়ে লালনপাল করেন।
এর কয়েক বছর পর থেকে সালাউদ্দিন সাহেব টংগী বিশ্ব এস্তেমায় এসে লোক মারফত তার মেয়ে ও স্ত্রীর ঠিকানা জানতে পেরে তাদের বাসায় যাতায়াত করতে থাকেন।
তার বড় মেয়েও তার বাবার বাড়িতে যাতায়াত করতে থাকেন।
গত ১০ ই জুন তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ অনন্য রোগে ভোগা অবস্থায় মৃত্যু বরণ করে,
বিগত প্রায় দুই বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন বলে দাবি করেন তার বড় মেয়ে।
মৃত্যুর পর সংবাদ পেয়ে তার বড় মেয়ে বাড়িতে যান,এবং তার বাবাকে শেষ দেখা দেখেন।
তার মৃত্যুর পরই তার সৎ বোন হুসনে জান্নাত (সাঈদা) তার সৎ ভাই মোঃ আবু সাঈদ তার সাথে খারাপ আচরণ শুরু করে করেন।
এবং কি বাড়িতে প্রবেশ করতে দেয়নি বিভিন্ন তালবাহানায়।
ফোনে যোগাযোগ করে বাড়িতে যেতে চাইলে তার সৎ ভাই
আবু সাঈদ মোবাইল ফোনে সানিয়া কে বলেন আপু আমরা করোনা পজিটিভ, এখন এসো না,আব্বু করোনায় মৃত্যু বরণ করেছেন, আমরাও যে কোন সময় মেডিকেল ভর্তি হব।
তার কিছু দিন পর সানিয়া এলাকার কাউন্সিল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহয়তায় তাদের বাড়িতে গেলে তারা সরাসরি বলে এই মেয়ে কে চিনি না।
তখন আশেপাশের প্রতিবেশীরা বলেন এটাই সালাউদ্দিন ভাইয়ের বড় মেয়ে।
তখন তার ছোট মেয়ে ও ছেলে বলে সেটা আমরা জানি না।
তবে শুনেছি আমার বাবার পরের সংসারের একটি মেয়ে আছে।
কিন্তু তার সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে গেছেন।
তার পর স্থানীয় কাউন্সিলর সহ অনন্যদের চাপে একটি হেবা দলিল দেখান।
কিন্তু তার বড় মেয়ে বলেন তারা আমার দুই সৎ ভাই বোন কৌশলে আমার সম্পত্তি আত্মসাৎ করারব জন্যই বানোয়াট দলিলের কল্প কাহিনী বলছেন।
আমি তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করব।
এবং যে কোন মূল্যে আমার বাবার সম্পত্তি উদ্ধার করব ইনশাআল্লাহ।
সেই সাথে তাদের জালিয়াতির বিচারও দেশের প্রচলিত আইনের মাধ্যমে করব। সেই জন্য আমি আদালত, সাংবাদিক, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীদের সহযোগিতা চাই।