আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম সারথি এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ ঘুরে গেছেন। এবার ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখা রোনালদিনহো আসছেন আজ। যদিও তাঁর সফর নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মূলত ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তই রোনালদিনহোকে ঢাকায় নিয়ে আসছেন।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কয়েকজন। এদের মধ্যে অন্যতম মেহেদী জামান সনেট।
তিনি রোনালদিনহোর ঢাকার কর্মসূচি সম্পর্কে বলেন, ‘এখনও চূড়ান্ত সূচি হাতে পাইনি। কলকাতা থেকে যতটুকু জেনেছি, সকালের পরিবর্তে দুপুরের পর আসবেন। মূল অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৭টায় হবে। মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা।’
যতদূর জানা যায়, ঢাকার রেডিসন হোটেলে উঠবেন রোনালদিনহো। রেডিসনেই অনুষ্ঠান হওয়ার কথা। তবে সাধারণ সমর্থকরা তাঁকে দেখার সুযোগ পাবেন না। যারা তাঁকে বাংলাদেশে আনছেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরাই কেবল সাক্ষাতের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে এ দেশে থাকা রোনালদিনহোর অগণিত সমর্থক তাঁকে একনজর দেখার স্বপ্নও পূরণ হবে না।