আন্তর্জাতিক বন দিবস ২০২২ উপলক্ষে ঢাকা বন বিভাগের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ২১ মার্চ সোমবার বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নৃরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-সচিব মোঃ কামরুজ্জামান।
এছাড়াও বন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব ড. এ কে এম রিপন আনসারী,বন বিভাগের আইনজীবী রজাউল করিম, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, সাংবাদিক তানজিরুল ইসলাম প্রমুখ।
বন কর্মকর্তা বজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া সহ জেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।