নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও একটা সময় এসে খলনায়ক চরিত্রে অভিনয় করেন। অবশ্য মাঝে সিনেমায় অনিয়মিত হয়ে পড়েছিলেন। করোনার পর করেছেন বেশ কয়েকটি সিনেমা। এর প্রায় দুই বছর পর সিনেমার শুটিংয়ে ক্যামেরা সামনে দাঁড়ালেন তিনি। এবার আর নায়ক-খলনায়ক নয়, এক আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। সম্প্রতি ভাইরাল হয়েছে তার নতুন লুক।
মো. ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ১০ অক্টোবর ঢাকায় শুরু হয়েছে ছবিটির কাজ।
ওমর সানী বলেন, ‘নায়ক থেকে ভিলেন চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি। ভিলেন হিসেবে অনেকগুলো ছবি সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। তাই মেয়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই চরিত্র থেকে সরে এসেছি। অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই চরিত্র একটু অন্য রকমের, তাই কাজটি করছি।’
ওমর সানী আরও বলেন, ‘হরর গল্পের ছবি এটি। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এমন একটি চরিত্রে।’
ওমর সানীসহ ‘ডেড বডি’ ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের রোশান, কলকাতার অন্বেষা রায়। আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।