কাজ শেষ না করে ১৪ মাস ধরে ফেলে রাখা হয়েছে এলজিইডির রাস্তা। ফলে ধুলো-বালির উৎপাত ও চলাচলের অযোগ্য হওয়ায় অতিষ্ঠ এলাকাবাসি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদ্রাসার সামনে এলাকাবাসী সড়ক অবরোধ করে। এসময় ঝিনাইদহ থেকে গান্না হয়ে কোটচাঁদপুরগামী সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ ওই সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে হাবিল মিয়া, রেফা আহম্মেদ ও আসাদুজ্জামান বক্তব্য রাখেন। গ্রামবাসি তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার করতে গিয়ে ঠিকাদার ১৪ মাস রাস্তা খুড়ে রেখেছে। ঠিকাদার মাসুম এই কাজ করছে বলে এলাকাবাসি জানান। ইটের দাম বৃদ্ধি অজুহাতে ঠিকাদার এভাবে মাসের পর মাস রাস্তার কাজ ফেলে রাখার কারণে ধুলায় বাড়ি-ঘর, ফসলী জমি নষ্ট হচ্ছে। ধুলা বালির কারণে বিপাকে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। তাই দ্রæত সড়ক সংস্কারের দাবী জানান তারা। প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ চলার পর সংশ্লিষ্টদের আশ^াসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, স্থানীয় চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ঠিকাদার এই কাজ করছেন। এ ব্যাপারে সদর উপজেলার গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম জানান, এলাকাবাসির পক্ষ থেকে সড়ক অবরোধের পর বিষয়টি নিয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। খুব দ্রæত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।