ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবাসহ হাসান রেজা লিপু (২১) ও ৫০ গ্রাম গাঁজাসহ সোয়েব হোসেন (১৯) নামের দুই মাদক কারবারি কে আটক করেছে। বুধবার দুপুরে বারবাজার এলাকা থেকে তাদের কে আটক করে। আটকরা হলেন- কালীগঞ্জ থানার বারবাজার বেলাট দৌলতপুর গ্রামের মাহাবুর রহমান আরজু বিশ্বাসের ছেলে লিপু ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোয়েব। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় মাদক আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।