Header Border

ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০২°সে

কোম্পানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৮ আগস্ট) রাত ১০টায় চরএলাহী বাজারে তার ব্যক্তিগত অফিসে এই ঘটনা ঘটে। পরে শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আবদুল মতিন তোতার। গত ৫ আগস্ট সরকার উৎখাতের পর তোতা মিয়ার ছেলে ভাঙচুর, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এসবের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তোতাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার আরও অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরী জানান, অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। নিহতের পরিবার থেকে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস
কুষ্টিয়ায় পরিবহনশ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ
সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন রিমান্ডে
সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন আটক
শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্তার বিষয়ে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ
কালীগঞ্জে ছাত্র-জনতা হত্যার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আরও খবর