জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে গত ১৫ আগস্ট ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যালয় চারুগৃহ আর্ট স্কুল শিশুদের নিয়ে আয়োজন করছিল কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা।
৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকাল ৯ টায় চারুগৃহ আর্ট স্কুলে উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সম্মানীত ভাইস চেয়ারম্যান মো: রাশিদুর রহমান রাসেল, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারুগৃহ আর্ট স্কুল এর ঢাকা শাখার সম্মানীত পরিচালক চিত্রশিল্পী অমিতাভ বিশ্বাস।
মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাম গোপাল বিশ্বাস ও সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ সকল প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক জনাব আরেফিন অনু। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বই তুলে দেন।