অনলাইন ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগরে ১৫ কোটি টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি এনটিএমসি সেলের সহায়তায় ১৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে ঝিনাইদহের মহেশপুর বিজিবি ব্যাটালিয়ন।
এতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে যশোর-মহেষপুর-দর্শনা রুটের একটি বাসের লাগেজ বক্সের ভিতর মাদকের একটি বড় চালান যশোর থেকে দর্শনা যাওয়ার খবর পায়। প্রাপ্ত খবরের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুইভাগে বিভক্ত হয়ে জীবননগর ফুলের মার্কেটের সামনে মহেশপুর-জীবননগর সড়কের উপর পৃথক পৃথক স্থানে অবস্থান নেয়। এরপর জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্ততিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে। পরবর্তীতে আনুমানিক দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবি টহল দল বাস তল্লাশি করে বাসের ভিতরে পিছনের ডান সাইডে মাথার উপরে ব্যাগ রাখার স্থানে একটি কার্টুন মালিক বিহীন অবস্থায় জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে। জব্দকৃত কার্টুনটি খুলে তার ভিতর থেকে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোরাকারবারী বিজিবি টহল দলের সড়কে অবস্থান নেওয়ার বিষয়টি জানতে পেরে পূর্ব থেকেই আত্মগোপনে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।