ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন। ইউনিয়নের ৬নং উওর কচুয়া ওয়ার্ডবাসীর আয়োজনে (১৫ আগস্ট) উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এসময় ৬নং কচুয়া ওয়ার্ডের পলাশের সঞ্চালনায় প্রধান অথীতি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সাহেব আলী, পিকুল, আজিজুল, রশীদ লস্কর প্রমুখ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিলে ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে গোলাম মোস্তফা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির মধ্য দিয়ে মাঠে নেমে একে অপরের সাথে ভালোবাসা নিয়ে সবসময় ইউনিয়ন বাসীর পাশে থাকতে চাই। সবশেষে তিনি ইউনিয়ন বাসীর নিকট দোয়া প্রত্যাশী।