ঝিনাইদহের শৈলকুপায় গত জুলাই মাসের ২৬ তারিখে ৯নং মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে সংরক্ষিত নারী ইউপি সদস্য তানিয়া খাতুনের স্বামী রাশিদুল ইসলাম উকিলের ষড়যন্ত্রমূলক হত্যায় (২১ আগস্ট) শনিবার সকালে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সাবেক সংসদ সদস্য কামরুজ্জামানের মেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনার শোকজ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ৯নং মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ রেজা মন্নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালুসহ প্রমুখ।
দোয়া মাহফিলে পারভীন জামান কল্পনা বলেন, রাশিদুল ইসলাম উকিল ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ তিনি আমাদের ছেড়ে চলে যাওয়াটা মেনে নেওয়ার নয়। তার এই পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রকারীদের দ্রত গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি। এবং পরিবারের প্রতি গভীর শোক সন্তপ্ত সমবেদনা জানানো শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় এলাকাবাসী উকিল হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের জোর দাবী জানান
পারভীন জামান কল্পনার বিশাল গাড়ী বহর নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে রাশিদুল ইসলাম উকিলের আত্মার মাগফেরাত কামনা করেন।