Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৯°সে

ঝিনাইদহে অবৈধ মটরসাইকেলের বিরুদ্ধে অভিযান; মামলা ৪৬, জব্দ ২১

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনা রোধ ও অপ্রাপ্ত বয়স্কদের বেপরোয়া মটরযান চলচলে বিধিনিষেধ ও নিবন্ধনবিহীন মটর সাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কবিরপুর মোড়, চৌরাস্তা মোড় সহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব মোটরসাইকেলের কোন কাগজপত্র পাওয়া যায়নি সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এ সময় কাগজপত্রবিহীন ও অবৈধ মটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও বেশ কয়েকটি মটরসাইকেল জব্দ করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআইওয়ান) সালাহউদ্দিন আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মশিউর রহমান, টিআই জিয়ারুল ইসলাম ও সার্জেন্ট আসাদ, সার্জেন্ট মুরাদ, সাজেন্ট শুভ্রদেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআইওয়ান) সালাহউদ্দিন আহমেদ জানায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার (এসপি) মুনতাসীরুল ইসলামের নির্দেশে শৈলকুপায় ট্রাফিক পুলিশ বিশেষ অভিযানে পরিচালিত হচ্ছে এটি অব্যহত থাকবে। অভিযানে শৈলকুপার বিভিন্ন সড়কে অপ্রাপ্ত বয়সী ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো কারণে সড়ক দুর্ঘটনায় ঝড়ে যাচ্ছে মুল্যবান প্রাণ অনেকে পঙ্গুত্ব বরণ করছে। এ সময় বৈধ কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১টি মোটরসাইকেল জব্দ ও ৪৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাজীপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়
হেলিকপ্টারে সাবেক বিচারপতি মানিককে আনা হলো ঢাকায়
বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস
কুষ্টিয়ায় পরিবহনশ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ
সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন রিমান্ডে
সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন আটক

আরও খবর