বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমগ্র বাংলাদেশে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আনসার ভিডিপি সদস্য ও তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় এবং খুলনা রেঞ্জ পরিচালকের সার্বিক তত্বাবধানে মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ে জেলার তিনশত আনসার ভিডিপি সদস্য ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান।
করোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জেলার ছয়টি উপজেলার প্রতি উপজেলা হতে আগত ৫০ জন করে মোট তিনশত আনসার ভিডিপি সদস্য ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের জন্য তাদের হাতে চাল,ডাল, তৈল, আলু,পেঁয়াজের একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।