ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামে এ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন ঝিনাইদহ—২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি। সেসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য বলেন, জনগনের দৌরগোড়ায় স্বাস্থ্যসেবা পেঁৗছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন।