ঝিনাইদহে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় পার্টি। এতে জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম (বাচ্চু), সিনিয়র সহ-সভাপতি অবঃ মেজর মাহফুজুর রহমান, সহ-সভাপতি মনিকা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, কালীগঞ্জ পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক প্রমূখ। আলোচনা সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।