দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে কেদ্র্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সন্ধায় ঝিনাইদহ শহরে লিফলেট বিতরন করা হয়। বিএনপি নেতারা শহর ঘুরে বিভিন্ন পয়েন্টে মানুষের মাঝে লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করেন। এ সময় বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশ, সাবেকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদ ও শাহনেওয়াজ সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, এ সরকারের আমলে সাধারণ মানুষ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে কষ্টে আছে, কিন্তু প্রতিবাদ করতে পারছে না। রাস্তায় নামলে বিজিবি, পুলিশ, র্যাব ও দলীয় বাহিনী দিয়ে উল্টো শায়েস্তা করা হচ্ছে। মিথ্যা মামলা চাপিয়ে বহু পরিবারকে পথে বসিয়েছে। গনতন্ত্র, কথা বলা ও লেখার স্বাধীনতা হরণ করা হয়েছে। এরশাদের চেয়েও জঘন্য শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। লিফলেট বেতরণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।