প্রান্তিক শিশু পার্ক সেন্টারে আজ জাতীয় পর্যায়ের শিশু সংগগঠন ভোর হলো, ঝিনাইদহ শাখার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের পোশাক উপহার প্রদান করা হয়।
ভোর হলো, ঝিনাইদহের সভাপতি পারভেজ ইমাম আজাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য অশোক ধর, ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক ও ঝিনাইদহ থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোর হলো, ঝিনাইদহের সহ সভাপতি মীর্জা নূর এ গুলশান, দুরন্ত প্রকাশের সম্পাদক ইঞ্জিঃ মিরাজ জামান রাজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তবের পর শ্রবণ ও বাক প্রতিবন্ধি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক প্রদান করা হয়। ভোর হলো’র প্রদানকৃত ঈদের নতুন পোশাক পেয়ে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।