“ভাল কাজ করবো, সুন্দর সমাজ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানবতার বিকাশ সোসাইটি নামে সংগঠনের রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে।
মর্নিংসান কেজি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বৃহস্পতিবার সকাল ১০ টায় দিন ব্যপি রক্তদান কর্মসূচিসহ ব্লাড গ্রুপিং এর কার্যক্রম পরিচালনা করেন হাটগোপালপুর মানবতার বিকাশ সোসাইটি । সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধু সভার ক্রিয়া সম্পাদক শাহরিয়ার নাজিম জনি, হাট গোপালপুর ইসলামি ব্যাংকের ইনচার্জ সিফাত আর ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন মানবতার বিকাশ সোসাইটির সভাপতি মো: রিমন মিয়া, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম স্বাধীন, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রিফাত, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাঈদ ইমাম, প্রচার সম্পাদক হবিবুর রহমান, দপ্তর সম্পাদক তারেক রহমান, উন্নয়ন সম্পাদক ফারাদিন রহমানসহ বিভিন্ন রক্তদান সংগঠনের সদস্যবৃন্দ।
এছাড়াও মানবতার বিকাশ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত অনলাইন পোল ভিত্তিক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০২১ এর প্রথম স্থান অধিকার করেন রক্তদাতা সংগঠন বাংলাদেশ, দ্বিতীয় স্থান অধিকার করেন শালিখা উপজেলা ব্লাড ব্যাংক, তৃতীয় স্থান অধিকার করেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন । সর্বোচ্চ ভোটে জয়লাভ করায় তাদের কে পুরস্কৃত করে মানবতার বিকাশ সোসাইটি।