‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ প্রতিপাদ্যকে সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার আয়োজনে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার সভাপতি এ্যাড. শেখ ওয়াশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু বক্তব্য রাখেন। এছাড়াও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক মিরাজ জামান রাজ সহ মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। পরে সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।