ঝিনাইদহে মাস ব্যাপি শিশু বিনোদন ও আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ,সহ-সাসারণ সম্পাদক কে এম সালেহ সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।