ঝিনাইদহে অবস্থিত প্রসিদ্ধ প্রতিষ্ঠান মুসা মিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্রে রোটারি ক্লাব অব ঢাকা এর উদ্যোগে জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ১৫ অক্টোবর শুক্রবার ফিজিওথেরাপি ল্যাবরেটরি, স্পিচ থেরাপি ল্যাবরেটরি, অকুপেশনাল থেরাপি ল্যাবরেটরি এবং কম্পিউটার ল্যাবরেটরির উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর-৩২৮১ আরটিএন ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধি শনাক্তকরণ কর্মসূচির প্রকল্প পরিচালক আদিত্য কুমার, জেলা গভর্নর মনোনীত সদস্য-৩২৮১ আরটিএন. টিআইএম নুরুল কবির, রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল পার্টনার, রোটারি লিডারশিপ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান বিনোদ খাইতান। এছাড়াও উপস্থিত ছিলেন মুসা মিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু, তাবিবুর রহমান লাবু ও ডাঃ রেজা সেকেন্দার। এসময় ছিলেন মুসা মিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্রের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। পরিশেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।