ঝিনাইদহ জেলায় করোনার অবস্থা দিন দিন খারাপ হয়েই চলেছে। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর অনুপ্রেরণায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস এর সময় উপযোগী সিদ্ধান্ত ও নিজ উদ্যোগে.. করোনায় আক্রান্ত রোগীদের মাঝে নিয়মিত খাবার,পানি,ঔষধ দেওয়ার সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় ১৩/০৭/২০২১ ইং তারিখ রোজ রবিবার থেকে কর্মসূচী শুরু করা হয়। এসময় তিনি নিজে করোনা বিভাগের ওয়াডে ওয়াডে খাবার,পানি এবং মাস্ক বিতরণ করেন। উক্ত কর্মসূচী চলমান থাকবে। এসময় তিনি জানান “ঝিনাইদহ জেলা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে করোনা দিন দিন বেড়ে চলেছে। করোনা লক ডাউন এ হোটেল সহ দোকানপাট বন্ধ থাকার কারণে দূরবর্তী করোনা আক্রান্ত রোগীদের খাবার খেতে সমস্যা হচ্ছে তাই ছাত্রলীগের মাধ্যমে আমরা করোনা আক্রান্ত রোগী এবং তাদের সাথে থাকা স্বজনদের মাঝে খাবার পৌঁছে দিচ্ছি। আমাদের এ কর্মসূচী চলমান থাকবে।