ঝিনাইদহ জেলা বিএনপিতে ১৫% মহিলা সদস্য অর্ন্তভুক্ত করা হচ্ছে। মহিলা সদস্য ভুক্তি নিয়ে শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে আহŸায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিএনপির আহŸায়ক কমিটিতে ১৫% মহিলা সদস্য অর্ন্তভূক্তি বিষয়ে সভায় উপস্থিত নেতৃবৃন্দ মতামত প্রদান করেন। যৌক্তিকতা তুলে ধরে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহŸায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহŸায়ক কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহŸায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য আতিয়ার রহমান, আবু বক্কর বিশ্বাস, আব্দুর রাজ্জাক ও জেলা কৃষকদলের আহŸায়ক আনোয়ারুল ইসলাম বাদশা। সভায় সিন্ধান্ত নিয়ে বলা হয় জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটিতে ১৫% মহিলা সদস্য অর্ন্তভূক্তি করা হবে। এ জন্য ৬ উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের সুপারিশকৃত ৮ জন মহিলা সদস্য নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।