ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
মোট ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন আরাফাত। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট।
এখন পর্যন্ত জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান এক হাজার ৩২৮ ভোট পেয়েছেন।
এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছিলেন, ঢাকা-১৭ উপ-নির্বাচনে ভোটারের উপস্থিতি সর্বোচ্চ ১৫ শতাংশ হতে পারে।
ঢাকা-১৭ আসনে ১২৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে আজ বিকেল ৩টার দিকে বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়।
পরে তাকে চিকিৎসার জন্য রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দৌড়ে মোট প্রার্থী ছিলেন আটজন। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত আসনটি চলতি বছরের ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়।