‘মাস্ক পরার অভ্যাস করি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে জনসচেতনতামূলক মানববন্ধন করেছে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন । মঙ্গলবার (২২ জুন) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায়এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচীতে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উপদেষ্টা হাসিম রেজা রিয়াদ, নবগঙ্গা রক্ষা পরিষদের আহবায়ক কেএম সাইফুজ্জামান শিমুল, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহমুদ আল হাসান সাগর, প্রধান নির্বাহী জাহান লিমন, কসাসের সভাপতি অন্তর মাহমুদ,সহ-সভাপতি রাসেল আহমেদ, হেব্বি গ্রুপ ফাউণ্ডেশনের নারী বিষয়ক সম্পাদক মালেকা হেনা মায়া, সাংগঠনিক সম্পাদক আশিক বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ হাসান রাজ, কোষাধ্যক্ষ অমিত কুমার সাহা, সদস্য সৌভিক পোদ্দার, আর জে দীপসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।