যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ন্যাশনাল ইয়ূথ লীডারশীপ ফোরামের পক্ষ থেকে ঝিনাইদহে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মজিবর রহমান কে ফুলেল শুভেচ্ছা প্রদান।
আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নব যোগদানকৃত জেলা প্রশাসক কে আনুষ্ঠানিকভাবে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাষ্ট্রপতি পদক ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রাপ্ত ইঞ্জিঃ মিরাজ জামান রাজ। তিনি নবাগত জেলা প্রশাসকের নিকট নিজের পরিচয় সম্বলিত মনোনয়নপত্র, নির্বাচিত কমিটির সরকারি আদেশ ও ন্যাশনাল ইয়ূথ লীডারশীপ ফোরাম গঠন সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিপত্র তুলে দেন। এসময় ইঞ্জিঃ মিরাজ জামান রাজ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান কে ন্যাশনাল ইয়ূথ লীডারশীপ ফোরামের সভাপতি একেএম নেয়ামত উল্লাহ বাবু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখ রাসেল ও সংগঠক হাসিনা মুক্তার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌছেদেন। ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান সর্বশেষ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।