ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম বিজিবি’র সহযোগিতায় সীমিত আকারে চালু হয়েছে । শনিবার দুপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সেসময় বিজিবি কর্মকর্তা থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।
সেসময় বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে.কর্ণেল শাহ মো: আজিজুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেসময় বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে.কর্ণেল শাহ মো: আজিজুস শহীদ জানান, সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে বিজিবির অবজারভেশন পোস্ট রয়েছে। সেখান থেকে মানুষকে সচেতন করা, তাদের যে কোন সমস্যায় সহযোগীতা করেছি এবং করছি। এলাকার নিরাপত্তা রক্ষায় চেষ্টা চলছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সার্বিক পরিস্তিতি শান্ত রয়েছে।
বিজিবি ক্যাম্প থানার নিকটবর্তি এলাকায়। মহেশপুর থানায় এই মুহূর্তে কোন নিরাপত্তা ঝুকি নেই বলেই বিশ্বাস রয়েছে। পুলিশ সদস্যদের কিছু দাবি দাওয়া আছে যা আমাদের নতুন সরকার দেখভাল করছেন। সেটা তাদের যথাযথ প্রতিনিধির মাধ্যমে পুর্ণ হবে। থানার কার্যক্রম পরিচালনা করার জন্য তারা যদি মনে করে আমাদের সহযোগীতা প্রয়োজন তাহলে যে কোন সময় যে কোন ধরনের সহযোগীতার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, এখন স্বল্প পরিসরে চালু করা হলেও তাদের দাবী মানা হলেই দ্ররুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন তারা। সেক্ষেত্রে জনগনের ভোগান্তি সম্পুর্ণরুপে লাঘব হবে।