ঝিনাইদহের বেড়বাড়ী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের জন্য হাত ধৌত করার পানির ড্রাম (মিনি পট)স্থাপন করা হয়েছে।এসময় সাথে দেওয়া হয়েছে সাবান।গতকাল সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ আব্দুর রশীদ।এসময় তিনি প্রতিষ্ঠনটি পরিদর্শন করেন। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের জন্য এ ব্যবস্থা করায় কর্তৃপক্ষকে এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন নারী সাংবাদিক ময়না খাতুন, বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আসাদুজ্জামান, বেড়বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ শাম্মী আক্তার,বেড়বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস জান্নাতুল ফেরদৌস,সহকারী শিক্ষক সেলিনা আক্তার,নাসরিন সুলতানা,শাহানা আখতার,স্মৃতি খাতুন,নাসরিন নাহার শিক্ষকদ্বয় ও উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশীদ জানান,সদর উপজেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ব্যবস্থার উদ্দোগ নেওয়া হবে।