নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিঃ (ওজোপাডিকো) এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিজের ব্যক্তিগত কাজে সরকারি গাড়ির ব্যবহার, সেচ্ছাচারিতা ও বক্তব্য চাওয়ায় সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শহরের ট্যাংকি পাড়া হতে মোল্লাপাড়া রোডে চাতালের সামনে ছোট রাস্তায় ওজোপাডিকোর একটি খুলনা মেট্রো ম-১১০১৪৯ নং এর বড় লাইন গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় ড্রাইভারের অদক্ষতায় গাড়িটি হঠাৎ ডানে চাপিয়ে এক সাংবাদিকের মোটর সাইকেল ফেলে দেন। পরে গাড়িটি ধাওয়া করে থামান দুরন্ত প্রকাশ’র সম্পাদক সাংবাদিক মিরাজ জামান রাজ। ড্রাইভারের পরিচয় জানতে চাইলে সে জানাই তার নাম মিজানুর গাড়িটি ওজোপাডিকো’র লাইন গাড়ি, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরির মেয়ের শিক্ষককে বাসায় নামিয়ে দিতে এসেছে। কাজ আছে তাই তার স্যার দ্রুত যেতে বলেছেন। গাড়ির মধ্যে সে সময় মেয়ের শিক্ষক সোনালী পাড়ার বাসিন্দা আবুল কালাম বসা ছিলেন।
এসময় সাংবাদিক মিরাজ জামান রাজ এক্সেএন রাশেদুল ইসলাম চৌধুরিকে ফোন করে তার কাছে জানতে চান অফিসের সরকারি গাড়ি এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন কিনা? উনি সাংবাদিক পরিচয় শুনে উনি ফোনের মধ্যে দুঃব্যবহার করে বলেন ” না আমি সরকারি গাড়ি ব্যবহার করতে পারিনা, তা আপনি কি করবেন? আপনি নিউজ করবেন দশটা নিউজ করেন। আপনার থেকে বড় বড় সাংবাদিক আমার দেখা আছে, আপনি আমার অফিসে এসে দেখেন আমি কি পারি না পারি, ফালতু কোথাকার”। তিনি সাংবাদিক মিরাজ কে আরো বলেন আপনি আমার গাড়ি থামিয়েছেন, আমি আপনাকে দেখে নেবো।