Header Border

ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০২°সে

ভারতকে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। টানা দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরল৷ পাক যুবারা।

রবিবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ভারতের সামনে ৩৫২ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান ‘এ’ দল।

জবাব দিতে মাঠে নেমে ২২৪ রানেই থেমে যায় ভারতের রানের চাকা। এতে ১২৮ রানের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।

এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক ইয়াশ ধুল। পাকিস্তানের উদ্বোধনী জুটি মাঠে তাণ্ডব চালায়। ওপেনার সিয়াম আইয়ুব ও সাহিবজাদা ফারহান জুটি ১৭ ওভারে দলের খাতায় ১২১ রান যোগ করেন।

শুরুর সাফল্য ধরে রেখে একে একে প্রেমাদাসার ২২ গজে ঝড় তুলে মোহাম্মদ হ্যারিসের দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলটির হয়ে ৭১ বলে সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেব তাইয়েব তাহির।

বোলিংয়ে ভারতের হয়ে হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ দুইটি করে উইকেট শিকার করেন। এছাড়া রাশিথ রানা, মানব সুথার ও নিশাথ সিধু নেন একটি করে উইকেট।

এদিকে বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেন। মাঝ পথে সুদর্শন ২৯, অভিষেক শর্মা ৬১ ও অধিনায়ক ইয়াশ ধুল ৩৯ রানে ফিরে গেলে পথ ভুলে যায় পরের ব্যাটাররা। তাদের আসা যাওয়ার মিছিলে ৪০ ওভারে ২২৪ রানে সব উইকেট বিসর্জন হয়ে যায়। আর এতে ১২৮ রানের বিশাল জয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিরিজসেরার প্রাইজমানি নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ
কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা সুয়ারেজের
ভারতের কাছেও ৭ উইকেটে হার বাংলাদেশের
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
আজ ঢাকায় আসছেন রোনালদিনহো
তারুণ্যনির্ভর দল শেখ রাসেলের আশা

আরও খবর