ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার সকল মসজিদ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা হাসান সাজ্জাদ, ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান, মসজিদ কমিটির সভাপতিদের মধ্যে আলহাজ¦ ফরিদ উদ্দিন, মাষ্টার রফিকুল ইসলাম, আলহাজ¦ গোলাম সরোয়ার পুটু, প্রমুখ। সভাতে জানানো হয় সকল মসজিদের ইমামদের সম্মানি বৃদ্ধি করতে হবে। এবং কোন ইমামের বিরুদ্ধে অভিযোগ থাকলে বিষয়টি ইমাম পরিষদকে অবহিত না করে তাকে বাদ দেয়া যাবে না। এছাড়াও প্রতি জুম্মা নামাজের খুতবায় ডেঙ্গু সহ সকল সচেতনতামুলক বয়ান দিতে খতিবদেরে প্রতি আহবান জানানো হয়।