মাগুরার মহম্মদপুর উপজেলা বাবুখালী থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফারজানা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাসুদ মোল্যার স্ত্রী। মাসুদ ওই গ্রামের মো. সাঈদ মোল্যার ছেলে।
মৃত ফারজানা বাঁশো গ্রামের ফুলমিয়া মোল্যার মেয়ে।
ফারজানার মা ফরিদা বেগম জানান, প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে গাইনি ও ব্রেনের সমস্যার কারণ কারনে সে অসুস্থ্য হয়ে পরে। যন্ত্রনায় ভাঙচুর করতো। আমরা অনেক ডাক্তারও দেখিয়েছি। হঠাৎ আজ সকালে শুনি মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তার শশুর সাঈদ মোল্যা ঝুলন্ত লাশ নিচে নামিয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মাগুরা সংবাদকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহতের মায়ের কোন অভিযোগ নেই। তার বাবা ঢাকা থেকে রওনা হয়েছে আসলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।